নিউরোনের বারান্দা : প্রমিত পণ্ডিত



এখন, শীতের যত্ন থেকে
অনেক দূরের শীতে সরানো ত্বক

আগুন শুষে নেওয়ার আগেও ঠোঁটের সেই ফসফরাস
ফোঁটা ফোঁটা বৃষ্টি নেশা অবসাদের পরেও অজস্র নিউরোন
  
ভাঙা ভাঙা ঘুম, রবিবার...
  
বছর ফুরোনোর আগেই বদলে যাওয়া ক্যালেন্ডার
নীল লাল লিটমাস সম্ভাবনা...

                                      (চিত্রঋণ : সালভাদর দালি)

8 comments:

  1. আনমনা হয়েও মনোযোগ । আনমনা বলেই মনোযোগ চায় কবিতা। সেই ভাই, সেই।

    ReplyDelete
  2. Replies
    1. ভালোবাসা অভিজিত...

      Delete
  3. বদলে যাওয়া ক্যালেণ্ডার

    ReplyDelete
  4. অনেকবার পড়ে নিলাম। সত্যি কবিতাটায় আশ্চর্য কিছু নেই, তবু যেন সরতে দেয় না

    ReplyDelete