অরবিন্দ বর্মনের দুটি কবিতা




পাখি

কুয়াশা
ভেঙে পাখি গান ধরে
পাখির চোখ থেকে গড়িয়ে পড়ছে মাছের সংসার
মাছরাঙা হলে পাখি হতে হয়
পাখি হলে
পালক ছিঁড়ে আমরা আকাশ রচনা করি


মা ও মাসি

সৎকারের আগে শবপাখিরা উড়তে পারে না
পায়ের নখ থেকে একটা বিকেল খসে পড়ল
আমি পাখিদের শ্মশানে গেছিলাম

অনেক আপেলজীবন পায়রা খুলে
অনেক তেঁতুলজীবন জুতোর ফিতে বাঁধার
মতো

জলপুকুরে আছড়ে পড়ছে সৌরজগৎ
চুলের ফাঁকে ফাঁস হয়ে গ্যাছে তারাদের ভিড়
বিড়ালের পায়ে লেগে আছে রান্নাঘর

জ্যোৎস্নার কোল থেকে ঝরে পড়ছে মা ও মাসি
কোনো এক আত্মীয়
ভুল বোঝাবুঝি

20 comments:

  1. পাখি কবিতা টি দারুন ।

    আর দ্বিতীয় কবিতায় প্রথম থেকে ঠিক ই এগোচ্ছিলো, শেষ দিকে ধাক্কা খেয়ে গেছে ...
    তার মধ্যেও পায়ের নখ থেকে বিকেল খসে পড়লো লাইন টা সবচেয়ে ভালো

    ReplyDelete
  2. "বিড়ালের পায়ে লেগে আছে রান্নাঘর"
    অসাধারণ!

    ReplyDelete
  3. Onek applejibon payra khule
    Onek tetuljibon jutor fite badhar moto..:-)
    Likhte thak..
    Best wishes..:-)

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. মা ও মাসি বেশী সুন্দর লাগল আমার।

    ReplyDelete
  7. pakhi hole... akash rochona kori. bhalo laglo.

    ReplyDelete
  8. অরবিন্দ কবিতাগুলো বেশ কবিতা কবিতা লাগল

    ReplyDelete
  9. দুটো কবিতাই ভালো লাগলো । পাখির চোখ থেকে গড়িয়ে পরছে মাছের সংসার । ভালো লাগলো লাইনটি ।

    ReplyDelete
  10. tumi ma mashike niye eto bhable?? ami bhabi na..... dhur...@ avishek..... bhalo.... bhalo....ekhane sottyi rai ache.....

    ReplyDelete
  11. 'পাখির নখ থেকে একটা বিকেল খসে পড়ল'

    মা ও মাসিকে নিয়ে ভাবনাটি বেশ

    ReplyDelete
  12. শীকার ও অস্বীকার এক নিয়মিত স্বাভাবিক... এ জন্যই কোন এক আত্মীয় ভুল বুঝাবুঝি...

    ভালো লাগলো

    ReplyDelete