চড়া একটা গন্ধ : রাণা বসু




বিছানার ওপর থেকে
চাদরটা সরে গেল।
বেড়ালের লোম ও ঘা থেকে
বয়স বা অন্য কিছু
দেখা যাচ্ছে না
মাকড়সার পা খোঁড়া
দিদিমণির মাথায় চুল নেই
আমি ক্রমশ অন্ধ হয়ে উঠছি
আলো আর আলোর পার্থক্য করে ফেলছি
জানলার ওপাশে
আলোগুলো নড়াচড়া করছে
ওদের "বৃদ্ধ" বলে ডাকা হোক

 

শারীরবৃত্তীয় হয়ে উঠছি।
সালোকসংশ্লেষ থেকে
পাকা ধানের শীষ বেরিয়ে আসছে
নুড়ি পাথরে টোকা দিচ্ছি
বিক্ষিপ্তভাবে রঙীন সব
পোকামাকড়ের গায়ে হাত বোলাচ্ছি
যেন সারাজীবন
অপরাজিতা বলে ঝাঁপিয়ে পড়তে গিয়ে
হাত বা পায়ের পেশী
নরম হয়ে আসে
সব গাছের পাতাকে
হলুদ লাগে

  

        অর্থ | নেই
         আর্থিক
         কোনো
       বিজ্ঞাপনে
           নাম
    দিতে পারি না।
          যেন
     গাছ থেকে
          কুল
   পেড়ে নেবার
অনেক আগেই
      সরস্বতী
      পুজো
এসে গ্যাছে |

                             (চিত্রঋণ : georgia o'keeffe)

5 comments:

  1. দ্বিতীয় টি সর্বাধিক সুন্দর লাগল।

    ReplyDelete
  2. ভালো লাগল রাণা। সবই। দ্বিতীয়টা বেশি ভালো।

    ReplyDelete
  3. গাছ থেকে কুল পেড়ে নেবার অনেক আগেই সরস্বতী পুজো এসে গ্যাছে

    ReplyDelete
  4. ১ও ২ বেশী ভালো লাগলো... শেষটার শেষ লাইন মস্ত...

    ReplyDelete