সন্তানের কারাগার ও অন্যান্য কবিতা : নিশীথ দাস



লকেটের ড্যান্স

বাউরি সাঁকো, বৃষ্টির থইথই টেস্টম্যাচের; ফেলেছ উইকেট সেটাও,
উঠব সোঁ সোঁ এখন, ছেড়ে ব্যাট? ধুলো ঝেড়ে হাত-পায়ের?
কলাপসিবল গেট স্টেইনলেসের, ছড়িয়েছি ওই গলায়, ওয়ানটাইম কিলার কিস-
বিশ্বাস করো, প্রিয়াঙ্কা সরকার-ওইখানে, ঠিকওইখানে, খালি খালি, ছোপ ছোপ...
বটপাকুড়ের পিঁপড়ে আর ঘাস ভরিয়েছে, শৈশব ঘায়ের;
হিজিবিজি লকেটের ড্যান্স, কর্পূর লাগিয়ে মাতিয়ে রাখো যদি।


নে, ধরিদৌড়

নে, ধরি দৌড় পাশাপাশি-জার্নাল অতিথি পাখির, বর্ডার জ্বালিয়ে;
পায়ের নিচে-ভারত-বাংলাদেশ, নো-ম্যানসল্যান্ড, ক্রসিংকালীন-
এটাই হোক ফার্স্ট, মাইন্ডব্লোয়িং কাস্টমারসার্ভিস, আমি ও আমাদের;
চল সপিটালে রাখি- জাতিসংঘের অঙ্গসংগঠন, বর্ডার তৈরি হওয়া বিষয়ক
সেমিনার, মিটিং এবং সেটিং সে আনা মতামত, ডজন ডজন

ফলোয়ারে রাখব ঘুরে ঘুরে, সীমান্তরক্ষীদের, সব দেশে ম্যারাথন রেসে
সাটার তোলা বাউন্ডারি, কে করবি, স্পিন কিংবা ফাস্ট?



সন্তানের কারাগার

ওই পেট আমার সন্তানদের কারাগার, ধরে-ছাড়ে
সিমেন্ট জমে জমে কাচের ফ্রেম, কয়েক সারি ইটে পাতলা চুল
বেডরুমের উচ্চতা হলো;
যোনি সেদিন জামিনের গেট
আপিলবিভাগ বানালো।


ফোরকালার

৫ ফুট ৩ ইঞ্চি আমাদের উঠোন
হিট সিনেমার একটি
রাজবাড়ি জেলার ফোরকালার ফিগার
সমুদ্রের উচ্ছাসটুকুই কেড়েছে, দরদরিয়ে;
চোখের রোগ কপালে থু দিয়ে বসালো

আম, কাঁঠাল, কদম, কামরাঙা উঠোনের পরণে

আম কাটি- ব্লাউজ ছেড়ে
কাঁঠাল কাটি- ও দুটি বেরিয়ে আসে, হাতমাখা
কামরাঙা কাটি- শিহরণজাতের, ফাঁসায়
হ্যাঁ, কদম
ওটা কাটি না আর


                                      (চিত্রঋণ : pierre auguste Renoir / the-sleeper)

No comments:

Post a Comment