রহস্যময়ী ও অন্য দুটি কবিতা : অভিষেক রায়





মেমোরি

হেমন্তফুল ফুটে আছে

হার্টবিট, নুনের গোলা
তিকিতাকা

প্রসন্ন সূর্য

মুরগী ডাকছে
বাড়ি ফিরছে



বিষ্ণুপুর

কন্ডিশানাল সূর্য

স্টেশনচত্বর

প্রেমিকার কথা
উড়িষ্যার কথা

উড়িষ্যা-দের কথা

মনে পড়ে
ঊনচুম্বনে-

মধুবালা




রহস্যময়ী

রমণীকেন্দ্রিক সভ্যতা

ভাবনাবেসেছে, অলকানন্দা সমস্ত নদীটাকে বেসেছে

একাসনে বসেছে অনুবাদদক্ষতা ও এপ্রিলের সুকান্ত

বিয়াতার অঙ্গসংবাহনপদ্ধতি-তে
মাতৃভূমি অসচরাচর হয়ে ওঠে যেন

যেহেতু রজঃস্বলা ইহুদী সে এখন

10 comments:

  1. বেশ ভালো... রহস্যময়ীটা অনবদ্য

    ReplyDelete
  2. বেশ ভালো... রহস্যময়ীটা অনবদ্য

    ReplyDelete
  3. মেমোরি খুব পছন্দের লেখা, রহস্যময়ীর শব্দজালে আমি আটকে গেছি।

    ReplyDelete
  4. চমৎকার। ভালো লাগা রইল

    ReplyDelete
  5. বাহ... তিনটেই দারুণ। একদম মেদহীন কবিতা যেন সমস্ত রোদ গায়ে মেখে নেওয়ার পর ভিজে কাপড়ের অবস্থা...

    ReplyDelete
  6. আহ ! ভালো লাগা

    ReplyDelete