কাক ও রাত : গৌতম সিংহ



লালবাতিগুলো ছিঁড়ে ছিঁড়ে
একটা জল লিখছিলাম
হঠাৎ একটা কাক এসে
তার ফ্যামিলি বাইওগ্রাফি চাইল
আমার কলম ছুটে যেতে লাগল
হাওয়াভর্তি দু-ক্রোশ দূরে
সাদা দুধআলতা ময়দানে
শাড়িগুলো তখন স্নান করছিল

ইদানীং সাদা বকগুলো কালো হয়ে গেছে
আর কালোগুলো রঙিন
শাড়িগুলো তখন ছুটছিল না
বরং উলঙ্গ হয়ে
দাঁড়িয়েছিল রাস্তার মাঝখানে
তখন তো সন্ধ্যামালতীদের নামার কথা

জিনিয়াসভর্তি আলোর
দাঁড়ানোর ভঙ্গিমাটাকে উল্টে নিলে
থ হয়ে যায় সব ঘটমান

3 comments:

  1. সাদা বক গুলো কালো হয়ে যাচ্ছে এই ব্যাপারটা হেবি লাগল...

    ReplyDelete
  2. ভালো লাগলো... বিশেষ ভাবে জিনিয়াসভর্তি আলো...

    ReplyDelete