তিনটি মিথোষ্ক্রিয়া : হাসিবুল আলম



হিউম্যান মিথ-০১
*
মিসরীয়রা মনে করতেন- বাজপাখি একদিন উড়ে উড়ে ঠিকই আকাশে পৌছাবে। এবং মৃত্যুর পরেও মানুষদের পেটভর্তি ক্ষুধা থেকে যাবে॥
আর এই শতাব্দীতে এসে আমরা মনে করি- একদিন কেউ না কেউ শেষপর্যন্ত আমাদের ঠিকই ভালোবাসবেন। এবং মৃত্যুর পরেও আমাদেরকে মিস করতে থাকবেন॥



হিউম্যান মিথ-০২
*
প্রাচীন মিশরে সাপের সাথে মৃত আত্মাদেরও বিরোধ ছিলো তবে ২০১৬-১৭ অর্থবছরে সাপই- আমার আরাধ্য! মনস্থির করেছি- মৃত্যুর পরে এদেরই কোনো একটা পলিসি এ্যাডাপ্ট করে বিশ্বভ্রমণে বের হবো। গ্রীস থেকে নাগাসাকি। লাতিন-আন্দামান হয়ে মিনারা মঞ্জিল। নীচতলা।। সোমবার। সকাল বেলা।।সাপ্তাহিক কিস্তিতে এসে এসে নিয়মিত পরিশোধ করে যাবো- চক্রবৃদ্ধি সুদে বাবার ঋণ করা হাজার দশেক টাকার দুঃখ!
সৌরতরীর টিকেট কনফার্ম করলাম গতপরশু। এখন দরকার দীর্ঘকালীন এ যাত্রাপোযোগী একুশজন স্বেচ্ছাসেবী নাবিক। নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে। পদ সংখ্যা:২১। প্রার্থীসংখ্যা দাঁড়িয়েছে :৫৪১
এমতোবস্থায় সর্প দেবতা এপিপ এসে কয়েক বান্ডিল সাপ অফার করে বললেন: অশ্রুপতন এবং মানুষ ধ্বসের শব্দের মধ্যকার তফাত বোঝার মতোন ইগো পৃথিবীর কারো নাই। আপনি বরং এটা রাখুন এবং আমার সাথে বিশ্বভ্রমণে আসুন- মর্ত্য ও স্বর্গের যাবতীয় গোপন গতিপথ আমার জানা আছে ...




হিউম্যান মিথ-০৩
*
'এখানে প্রেম রিনিউ করানো হয়'-
এই সাইনবোর্ডে একটা দোকান খুলুন আপনি শতাব্দী'র মোড়ে। কসম বলছি! ভিড় পড়ে যাবে!
উভকামী আটুমের পেটে ধোঁকা খাওয়া আকাশ-ঈশ্বরী নুট থেকে শুরু করে
কবি
কবিরাজ
আইনজীবি
অধ্যাপক
ষাটোর্ধ ভিভোর্সি পুরুষ আর নারীরা
এসে সিরিয়াল দিবে আপনার দোকানে!
আর আপনি শকুনের সাবলীল ভঙ্গিতে
'আজ দোকান বন্ধ'
বলে একে একে মুখ ফিরিয়ে চিরতরে বুঁদ হবেন- মদ ও মজার মাঝে। বিশ্বাস করুন- আপনি সুখীই হবেন।
লাশ এবং উল্লাসের ধোঁকাতেই দেবতারা যুগযুগ ধরে সুখী হয়ে আসছে!


                                                (চিত্রঋণ : Jean Luc Godard)

No comments:

Post a Comment