রেনেসাঁ সাহার কবিতা



নাম নেই

লিখতে বসে তাড়াতাড়িতে
ভুলে যেতে হয়...  

যেমন সময়,
তেমন সময়,
এমন সময়- ...

তোর ঠোঁট পুরো আসমান হয়
ঘেঁটে যায়
গুলে যায়
ডুবে যায়
ভেসে যায়
যমুনায়...


কাজ নেই, আজাইর‍্যা

বনমালী তুমি
পরজনমে হইয়ো না রাধা...
এমন অসময়েও কাজ রেখো

যারা বিলাপ পায়, বিরহ হারিয়ে যায় তাদের।

আমি-- নেই
আমি আছি, আবার নেইও।
ম্যাজিক।

রুমালে খরগোশ
জাদু...জাদু...
থাকতে নেই আসলে।
ম্যাজিশিয়ান কাকু,
গায়েব করে দাও আমায়।

কর্পূর হতে চাই
এখখুনি কপ্পুর হব
অবশ্যি ভয়
 লাগে...
যদি বাতাসে  বাতাসে তোর সাথে দেখা হয়ে যায়?
অন্ধ করে দাও আমায়। ঈশ্বর।।।


তুই নেই

না থাকা ভাল। খারাপ...
অসুখের নাম নিঃশ্বাস এখন।
না থাকা
না থাকা
কিচ্ছু নয়।


অনেক নিঃশ্বাস...      বাকি

জীবনের অপর নাম ফরম্যাটিং


                                                (চিত্রঋণ : Ingmer Bergman)

4 comments:

  1. পুরো কবিতাটার মধ্যে একটা সন্মোহন আছে, তবে ম্যাজিক শব্দটা না ব্যবহার করলেই চলতো মনে হয়...আর এই একবিংশ শতাব্দীতে ঈশ্বর কনসেপ্ট একটু বোর লাগলো, যেখানে অনশ্বর সমাজবিরোধীদের এখন আমরা প্রতি কুস্বপ্নে দেখি, আর বাস্তবেও...যাইহোক এই ঈশ্বররের অন্য ব্যাখ্যা থাকলে আলাদা কথা| লেখাটার আপাদমস্তক পিচ্ছিল জেলি, পাঠকের বারবার জড়িয়ে যেতে বাধ্য|

    ReplyDelete
  2. চমৎকার। মুগ্ধ হলাম।

    ReplyDelete
  3. raag ta toh ache.... tumi nei bolei,,sudhu kintu noy...

    ReplyDelete