সিলেবাস : শামস রুবেল



আমার আম্মার চুল কালো-ঝর্ণাযখন আমি বালেগ

ক্রমশ...

আমার আম্মার চুল সাদা-ঝর্ণাযখন আমি লায়েক

যদি তাই ধরে নেয়া হয় তবে আম্মা একটি পাহাড়
আর সাদাকালো তার কাঁচ-কয়লাধারা

শরীরময় সবুজ আইরন যেন জাফরান শাড়ির থ্যাঁতলানো রঙ
ঈষৎ সরে গিয়ে পেছনের সূর্যটা ঠিক একটা জ্বলন্ত ফোঁটা
উপরে যত দূর দেখা যায়-- বেনীআসহকলা!

আর পাহাড়ের নিচে বড়ছোট কিছু পাথর আমরা তার সন্তানেরা
আম্মা আমাদের মাথায় জল ঢেলে যাচ্ছেন পাথর থেকে মানুষ
বানানোর জন্য!

                                      (চিত্রঋণ : James McNeill Whistler)

No comments:

Post a Comment