আরণ্যক টিটোর দুটি কবিতা



লঘু-পাপ গুরুদন্ড

গুরুবাদী সংখ্যারা
ভয়ানক,
কী জলে কী স্থলে!...
চলছে চৌদিকে, লঘু-পাপে গুরুদন্ড! ...
অথচশ্বর, কী দোর্দন্ডপ্রতাপশালী সংখ্যালঘু! ...



  
কেবল সংশয়ে বেঁচে থাকা যায় না

কোথাও না কোথাও
ছোটছোট বিশ্বাসের ছায়া সুশীতল নীড় থাকা চায়,
কেবল সংশয়ে বেঁচে থাকা যায় না! ...

এত ভাবিস না রে!
হদিস পাবি না,
কূল নাই, কিনার নাই ভবপারাপার!
তারচে
নির্জন নদীর কূলে যে বাঁশি বাজছে
তুই তার টানে মজে থাক!
রাধিকা' শাড়ির আঁচলে
ইচ্ছের আকাশে ওড়া বেনিআসহকলা ঘুড়ি!...
দেখতে পারিস
মাকড়শাজালে জমে থাকা
টলোমলো ফোটায় শিশিরের লাবণ্য, কুয়াশার সংসার, বিশ্বরূপ! ...
এত ভাবিস না রে,
কূল নাই, কিনার নাই!
তারচে
একছিলিম সবজি' দমলাগা জীবনের টানে বেজে ওঠ্, সা-ধু! ...

()ভাবের সংসার হয়েছে তো কী, ঋণের টাকায় ঘি খা!
ভাবে থাক! ...

কেবল সংশয়ে বেঁচে থাকা যায় না! ...




No comments:

Post a Comment