গ্রামের উপর হ্যালিকপ্টার ও অন্যান্য কবিতা : মাসুদার রহমান



পোকা

হ্যারিকেনে পড়তে বসতাম; উড়ে আসতো ঝিঁঝিঁপোকাগুলো

আরও অনেক রঙের পোকা

তার মধ্যে কালোরঙ পোকাই বেশি

কালো পোকাগুলো পোকা নয়; বই থেকে নেমে আসা
অক্ষর শব্দগুলো হ্যারিকেনের আলো ঘিরে হেঁটে বেড়াচ্ছে

উড়ে যাচ্ছে আগুনের দিকে

এই দৃশ্য যে দেখেছে পেয়ে গেছে সেও এক পোকা জন্মের পাখা

যতদূরে যাও
পোকাগুলো ঝিঁ ঝিঁ শব্দে তোমাকে ডাকবে



আপেলের পাশে 

লাল একটি আপেলের পাশ দিয়ে একটি লাল পিঁপড়ের
ছুটে যাওয়া দেখে; ভাবতে ভালো লাগে-

‘লাল আপেলের পাশ দিয়ে ছুটে যাচ্ছে লাল ঘোড়া’

ঘোড়াটির খুরে খুরে উড়ে ওঠা ধুলো

রাতের আকাশে ঘোড়াটির খুড়ে ওড়া ধুলোরেখা- গ্যালাক্সি



কাঠিমানুষ

দেশলাইবাক্সের ঘরবারুদমাথা
শুকনো কাঠিমানুষ
দেশলাইবাক্সের মধ্যে ঘুমিয়ে আছে

ডাক দাও

জ্বলে উঠবে যেকোনো সময়





টি টাইম

চা-এ পাউরুটি চুবিয়ে
চা খেতে বসেছি

আমার চা খেয়ে নিচ্ছে পাউরুটি




পারাপার

ছোট নদী। কাগজে ব্রিজ
এঁকে
ঝুলিয়ে দিয়েছি

নদী পার হয়ে এসো


 
সোনার বুদ্ধমূর্তি

সোনার বুদ্ধমূর্তি; বন্ধ দুচোখ
ধ্যানী, বসে আছে

কাঁচের চুড়িপরা দুটি হাত

সাবধান!

বেজে উঠলে ধ্যান ভেঙে যাবে



গ্রামের উপর হ্যালিকপ্টার

মিস্টার চমেস্কির পোষা হ্যালিকপ্টার গ্রামের উপর দিয়ে উড়ে যায়
আমরা গ্রামের লোক। উঠোনে, খেতের আলে
উঁচু সড়কে দাঁড়িয়ে উড়ে যাওয়া হ্যালিকপ্টার দেখি

হ্যালিকপ্টারে বসা মিস্টার চমেস্কিকে দেখিতে পাই না

হ্যালিকপ্টারে বসে মিস্টার চমেস্কি কি আমাদের দেখেন?

আমরা গরীবলোক; হ্যালিকপ্টার পোষার সামর্থ্য আমাদের নাই
আমরা মুরগি পুষি; গরু ছাগল এবং ভেড়াও...

আবার কুকুর পুষি কেউ কেউ

মিস্টার চামেস্কি কিংবা সে যে কেউ হোক
কুকুর অপরিচিত মানুষ দেখলে ‘ঘেউ’ করে!


                                      ( চিত্রঋণ : মাসুদার রহমান )

70 comments:

  1. ahhha,,,cinema sob gulo,,,tbe last kabitai abar ( neri) kukur pushi keu keu janina keno pore nilam,,,

    ReplyDelete
  2. দৃশ্য আঁকলেন না; লিখলেন। চমতকার।

    ReplyDelete
  3. শুধু ভালো বললে কম বলা হয়। অসম্ভব ভালো। যেন ছবি আঁকা। মাসুদারের কবিতা বারবার ভালো লাগার সড়কে এনে ফেলে। আর হ্যাঁ, ছবিটাও দারুণ।

    ReplyDelete
    Replies
    1. এই উপস্থিতি বড় আনন্দের @ যুগান্তর মিত্র ।

      Delete
  4. প্রত্যেকটা কবিতা ঘুমন্ত মন কে জাগিয়ে দিয়েছে । এইসব কবিতা পড়ার পর আর কিছুক্ষন চুপচাপ থাকতে ইচ্ছে করে

    ReplyDelete
    Replies
    1. পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ @ Biplab Roy .

      Delete
    2. আপনার কবিতাগুলো সত্যিই দারুন

      Delete
    3. ধন্যবাদ, ভালো লেগেছে জেনে আমি আনন্দিত।

      Delete
  5. সেলাম কবি হে সেলাম

    ReplyDelete
    Replies
    1. বাহ ! হাতির পা এই গরীবের ঘরে !!!

      Delete
  6. সব যেন ছবি হয়ে গেল....
    আহা কি লিখেছেন!!!

    ReplyDelete
  7. অসামান্য,অনুভুতিময় পঙক্তিমালা।

    ReplyDelete
  8. darun laglo... modern imagery gulo chamatkaar..

    ReplyDelete
  9. ''টি টাইম" দারুণ লাগল :)

    ReplyDelete
    Replies
    1. পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ

      Delete
  10. আহা, কি চমতকার।

    ReplyDelete
  11. খুব ভালো লাগলো

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ, পাঠ ও মন্তব্যের জন্য ।

      Delete
  12. প্রত্যেকটি অপূর্ব। 'টি টাইম' আর 'পারাপার' আলাদা করে চোখে পড়ে।

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ, পাঠ ও মন্তব্যের জন্য ।

      Delete
  13. অসম্ভব ভালো লাগায় কবিতাগুলো পুনঃপুন পাঠ করলাম... ধন্যবাদ কবি

    ReplyDelete
    Replies
    1. খুব ভালো লাগছে জেনে। পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

      Delete
  14. আপনার কবিতার আমি একজন মুগ্ধ পাঠক। আপনার ইদানিং কালের কবিটগুলোর মধ্যে একটা পরিবর্তন চোখে পড়ছে। ভালো লাগছে। কবিতা সম্পর্কে মন্তব্য নিষ্প্রয়োজন কারণ প্রতিবার ছক্কা মারলে কত আর হাত তোলা যায়! শুভেচ্ছা অন্তহীন।

    ReplyDelete
    Replies
    1. সৌভাগ্য আমার। আনন্দ হচ্ছে। ভালোবাসা রইলো।

      Delete
  15. শব্দ ও দৃশ্যের রূপান্তর বোধের ব্যাপ্তিেক স্বয়ংক্রিয়ভাবে চালিত করে। কবিতাগুলি পড়তে পড়তে সময়ের সাথে একাত্ম হয়ে উঠি।

    ReplyDelete
  16. মন্তব্যের জন্য ধন্যবাদ।

    ReplyDelete
  17. Replies
    1. পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

      Delete
  18. প্রথম কবিতায় আমি নিজের শৈশব দেখলাম।
    টিটাইম এবং শেষ কবিতাটাও দুরন্ত লাগলো

    ReplyDelete
  19. সবগুলিই ভালো লাগলো মাসুদার দা! বিশেষভাবে পোকা, কাঠিমানুষ আর শেষ কবিতাটি।

    ReplyDelete
  20. পোকা জন্মের পাখা আমি দেখতে পেয়েছি। এ জন্যই তো কবিতা পড়া।

    ReplyDelete
    Replies
    1. আপনি পড়েছেন সেই তো আনন্দ আমার @ প্রবীর'দা!

      Delete
  21. অসম্ভব রকমের ভালো হয়েছে হয়েছে ভাই। বিশেষ করে পোক, কাঠিমানুষ, আপেলের পাশে এবং গ্রামের উপর হেলিকপ্টার। শব্দের সাথে দৃশ্যের অবতারণা সুন্দর করে সাজিয়েছেন। মুগ্ধ হলাম আপনার কবিতায়

    ReplyDelete
    Replies
    1. পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

      Delete
  22. চোখের ওপর দিয়ে সরে সরে যাওয়া স্ক্রিন। অপূর্ব ইমেজারি। বিশেষ ভালো লাগল পোকা ও গ্রামের উপর হ্যালিকপ্টার। যত পড়ি আপনার লেখা, মুগ্ধ হই দাদা।
    পিয়ালী

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ, পাঠ ও মন্তব্যের জন্য।

      Delete
  23. চোখের ওপর দিয়ে সরে সরে যাওয়া স্ক্রিন। অপূর্ব ইমেজারি। বিশেষ ভালো লাগল পোকা ও গ্রামের উপর হ্যালিকপ্টার। যত পড়ি আপনার লেখা, মুগ্ধ হই দাদা।
    পিয়ালী

    ReplyDelete
  24. মুগ্ধ মুগ্ধ মুগ্ধ

    ReplyDelete
  25. মুগ্ধ মুগ্ধ মুগ্ধ

    ReplyDelete
  26. চমৎকার ভাসমান ইমেজারি ।

    ReplyDelete
  27. দৈননদিন যাপনের মাঝ থেকে তুলে আনা চেনা অনুসঙ্গ নিপুন শব্দের প্রয়োগে অসাধারণ ছবি হয়ে কবিতার প্রাণ প্রতিষ্ঠা করে। ভালো লাগে

    ReplyDelete
  28. প্রতিটি কবিতা, আমার হেলিকপ্টার

    ReplyDelete
  29. শান্তনু, ভালোবাসা অফুরান।

    ReplyDelete
  30. sabguloi KHU-UB VALO KABITA Masudar..aami MUGDHA!

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ পাঠ ও মন্তব্যের জন্য।

      Delete
  31. sabguloi KHU-UB VALO KABITA Masudar...aami MUGDHA !

    ReplyDelete
  32. বেশ। বেশ হল। হুম, ঠিক, বেশই। অনবদ্য অনুভবের।

    ReplyDelete
  33. ধন্যবাদ অমিত, তোমার পাঠ ও মন্তব্যের জন্য।

    ReplyDelete
  34. ভালো লাগল... এক পশলা অক্সিজেন...

    ReplyDelete
  35. প্রিয় কবির কবিতা পাঠে মুগ্ধ।

    ReplyDelete
  36. প্রিয়-কবির কবিতা পড়ে, আলো নিভিয়ে দিয়েছি। বহুক্ষণ চুপচাপ বসে থাকতে ইচ্ছে করছে !

    ReplyDelete